আমি উত্তরসূরী এসেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমি উত্তরসূরী এসেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
----------------------------------
আমি ভাসিয়াছি ভাল রূপময়ী স্বাধীন মাতৃকারে,
তাই চাহি না কুহেলির হিমশয্যা অপসারি ধীরে।

যেই সুর বেজেছিল রূপসী বাংলায় একাত্তুরের বাঁশি!
সেই সুরে চাই আমি বিজয় উৎসব আনন্দ- হাসি,
কেহ পারিবেনা মাতাল করিতে ফেনাময় সুরাপাত্র ধরি,
চৈতন্য আমার জাগিয়াছে- এসো হে তুমি শপথ করি।

যখন শুনি সোনার বাংলা ,ভুলে যাই বিষের আস্বাদ,
মনে হয় উদ্দ্যামে জাগিছে মোহময় যৌবনের সাধ!
তপ্ত করিয়া তোলে স্থবিরের তুহিন- অধর,
শিরে-উপশিরে নাচিয়া উঠে এক অমৃতের সুর।

ধূম-অবগুন্ঠনের অন্ধকারে কে তোরা করিস বয়ান,
কোন অসূর তন্ত্র- মন্ত্রে পারবি না ভাঙ্গিতে সোপান।
আবার উঠিব জাগি রক্তবহ্নি বজ্র ধ্বনি,
লক্ষ শহীদের রক্তে পাওয়া স্বাধীন এ মা-ধরনী।

চৈতন্য আমার জাগিয়াছে বিদ্রোহী নাশে উগ্রশিখা চিতা,
আমি নবীণ যোদ্ধা কভূ হারিবে না ‍তুমি -হে স্বাধীন মাতা।
আমি উত্তরসূরী এসেছি শহীদ রক্তকে দিতে পাহারা,
হে পূর্ব্সূরী! ভয় নেই, ওরে ভয়ে নেই আমি -উদ্দ্যাম ভয়হারা!
----------------------------------------------------


১৪-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।