শেষ চিঠি খানি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শেষ চিঠি খানি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
----------------------------------
মৃত্যুর আগে শহীদের রক্তে লেখা শেষ চিঠি খানি,
জাতির হাতে দিয়েগেছে লাল-সবুজকে বুকে টানি।

বলেগেছে সম্ভ্রম হারা মায়ের কথা এই ধরণীরে-
মুক্তির জন্য কত অশ্রু শুকিয়েছে শ্মশান-তিমিরে।
লোলুপ নয়ন মেলি দেখিয়াছে রূপসী বাংলার শোভা,
আপন রক্তকে করিয়াছে লাল-সবুজের মনোলোভা!

বলেগেছে কালো যাদুর সাপ এখনো ফণা দিয়া,
স্বাধীন বাংলার অঙ্গকে যাইতেছে-আলিঙ্গিয়া।
শুষে নিতে চাইছে স্বাধীনতার তামরস-মধু,
শেষ চিঠি খানি পড়িও ,হে জাতির বর- কন্য-বধূ।

মুক্তিযুদ্ধের এই পতাকা দিয়েগেলাম তোমার হাতে,
লক্ষ শহীদের রক্ত যেন বৃথা যায় কোন অযুহাতে।
শোষণ মুক্ত -বৈষম্য মুক্ত- চিত্ত রাখিও বক্ষপুটে,
আমি শহীদ মুক্তিযোদ্ধা হইন কভূ নতশির -এই তটে!!

রক্তে লেখা শেষ চিঠি খানি সযন্তে রাখিও অন্তরে,
গেয়ে যেও আমার সোনার বাংলা আলোক-আঁধারে।
-------------------------------------------


১৪-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-০৫-২০২৫ ০৪:১৪ মিঃ

অনিন্দ্য সুন্দর উপস্থাপন