ঠুনকো কোন কিছু জন্যই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ঠুনকো কোন কিছু জন্যই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
মানব সভ্যতা দূরে রেখে ধূসর দীপের কাছে তুমি,
কেমন যেন অসহিষ্ণু- বর্ব্র- হিংস্র হয়ে উঠছো ভূমি।
পৃথিবী এখন রক্তাক্ত উত্তাল মৃত্যুপুরি ভয়ঙ্কর স্থান!
দিকে দিকে জীবন্ত লাশের অনল শ্মশান-গোরস্থান।
সহমর্মিতা প্রেম ভালবাসা ধীরে ধীরে পড়েছে খসে,
ঠুনকো কোন কিছু জন্যই খুনের পরোয়ানা ধেয়ে আসে ।
এর চেয়ে নির্ম্ম নিষ্ঠুরতা সত্য যুগের পরে কেউ দেখেনি,
স্বাধীন মাতৃকার বুকে এখন যা চলছে- তা ভাবিনি !
তীব্র প্রতিশোধের নেশায় নেশায় হিংস্র হচ্ছে আরো-
হিংসা-বিদ্বেষের দাবানলে ইজ্জত রক্ষা পাচ্ছে না কারো।
রক্ত যেন রক্তের প্রদীপ নিভিয়ে দিচ্ছে মব উৎসবে,
আবার যেন অন্ধকার যুগে ছুটেছি ক্ষমতার প্রভাবে।
জানি না, মানবতার মুখ কোন অসভ্যার পিছনে
লুকায়ে আছে ধূসর ছায়ায় এই পৃথিবীর উদ্যানে।
এই ধূসর মানব সভ্যতা কে রচেছে, আহা,
যম দূতের মতো নির্দয় নিষ্ঠুর-যা দেখেনি কভূ তাহা।
ঠুনকো কোন কিছু জন্যই প্রাণ মানুষ হারায় এখন,
মানুষ আর মানুষ কই, পশুর পশুত্ত্বরে ডেকেছে যখন।
-------------------------------------------------------
১৪-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।