হে সুহাসিণী ঝর্ণা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে সুহাসিণী ঝর্ণা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৫-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
পাহাড়কে সাজাতে গিয়ে ঝর্ণা তুমি হারিয়েছে পথ,
যুগের সঞ্চিত নীল ব্যদনায় হয়েছো নদীর গতিপথ!
যৌবন পেয়েছে জলরাশি উত্তাল তরঙ্গে শতরূপে,
কিন্তু ঝর্ণা বুঝেনি তার ক্ষয়িষ্ণু শুরু ধাপে ধাপে!
এই পৃথিবী খোঁজেছে শুধু চন্দ্রমল্লিকার শুভ্র রাত্রি
ঝল ঝল পূর্ণিতে ঝর্ণা হয়েছে শুধু কামনার পাত্রী।
সে বুঝেনি তারও যে অমৃতসূর্য্ আছে,তরঙ্গ আছে
সে শুধু সেজেছে সুখ বিলাসে অগ্নিপরিধির কাছে!
তার বুকে এখন কীট পতঙ্গ পোকা মাকড় বিপুল হরষে,
আপন বংশ বিস্তারে প্রণয় উৎসবে মেতেছে বরষে!
ঝর্ণা তুমি নিদারুন বোকা! গিরি -পর্ব্ত –পাহাড়- জলে-স্থলে,
পৃথিবীকে রাঙাতে গিয়ে- আজ তুমি নিজেই ব্যদনার অশ্রুজলে।
তোমার অশ্রুজলেই সমুদ্র গতিপথ বদলায়,রঙ পাল্টায়
কঠিন পাথরও প্রাচীর গড়ে আপন বলয়, বিপুল প্রলয়!
ঝর্ণা তুমি নিদারুন বোকা! এই যৌবন কারে করেছা দান,
একদিন তুমি হবে ধুঁ ধুঁ বালুচর- জলশুন্য মরুদ্যান!
হে সুহাসিণী ঝর্ণা, তুমি আজ মৃত!!
এই পৃথিবী ভুলে যাবে তোমাকে চিরশাশ্বত।
--------------------------------------------
১৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।