প্রতিশোধের অগ্নিকুন্ড
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রতিশোধের অগ্নিকুন্ড
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৫-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
হে কান্ডারী তুমি কি দেখেছো দৈন্য-জ্বালা -পরাজয়?
আমি দেখেছি ত্রাস-ব্যথা- ভয়-অশ্রুজলের সঞ্চয়!

ক্রোধের তপস্যায় তব বাংলা আজ হইতেছে ছারখার,
প্রতিশোধের অগ্নিকুন্ডে উগ্রবাদের ঝটলা অণিবার!
তপ্ত খরায় ধূঁ ধূঁ বালচুর বাংলার তটে করিতেছে সংহতি,
কেউ না করে ক্ষুধা নিবারন হে কান্ডারী!তুমি কর স্তুতি!

ক্ষমতার মত্তে বিচ্ছেদে আছো দিবা-নিশীথ জাগি,
তুমি দেখ না, তুমি শোনা না, সাম্য-ঐক্য যাইতেছে ভাঙ্গি।
চৌদিকে বীভসৎ খঞ্জের মতো চলিতেছে মাতামাতি,
চলিতেছে গুম –হত্যা- ধর্ষ্ণ –নির্যাতন অসূরের জ্যোতি।

রোমাঞ্চহীন রাঙা ঠোঁঠ আলিঙ্গন করিতেছে চুমিয়া,
প্রতিশোধের অগ্নিকুন্ডে জীবন প্রদীপ দিতেছো নিভিয়া।
তবে কি স্বাধীনতা-অধিকার উড়ে গেছে-মরে গেছে আহা?
ঘূর্ণি- ঝড়, দুষ্টের নীড় -ঝরা পাতা কিংবা বৈশাখীর হাহা!

হে কান্ডারী তুমি কি দেখেছো অশ্রুজল- মরা নদী-ঘন কুয়াশা!
প্রতিশোধের অগ্নিকুন্ডে স্বাধীন বাংলায় আসিয়াছে সর্বনাশা!
---------------------------------------------------


১৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।