রাজনীতির সাহিত্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রাজনীতির সাহিত্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৫-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
আদর্শ্ নৈতিকতা হয়েগেছে ভিখারি, হয়েগেছে একা,
এমন তো চাইনি আগুনের কবিতা হউক কাব্যে লেখা।
শুভ বুদ্ধির বিকাশ এখন শুন্য!জাহেলী যুগের তোরণ,
আলোক অক্ষরগুলো ছন্নহীন ধূসর বর্ণিল আলোহীন।
নিষ্ঠুরতার ক্ষুধায় আরো উগ্র পন্থায় রচিছে গল্প,
গ্রন্থ্যের কোথাও নেই ন্যায়-নীতিবোধ অল্প-সল্প।
মাতৃভাষা নেই!সংস্কৃতি নেই! ইতিহাস ঐতিহ্য বিলীন।
রাজনীতির কবি সাহিত্যিকেরা ভুলেগেছে মানবিক চরন,
গল্প জুড়ে রচিছে শুধু হিংস্র হায়েনার মতবাদ- প্রতিক্ষণ।
সহনশীলতা- সহিষ্ণুতা পাঠিয়েছে কারাগারে মন-প্রাণ।
অথচ রাজনীতির সাহিত্য ছিল মানবতার মৃত্যুঞ্জয়ী ডাক,
ঐক্য সাম্যের সংবিধান!আজ যেন স্বৈরতন্ত্রের হাক।
মুক্তির কবিতাগুলো অবরুদ্ধ বাচিক শিল্পীর স্বরে স্বরে-
রাজনীতির সাহিত্য দেখলেই জনতা আঁতকে উঠে ভয়-ডরে!!
অসাম্প্রদায়িক চেতনাগুলো ক্ষমতার অগ্রাসনে মৃত্যুদ্বার,
ভয়ঙ্কররূপে শাসকেরা গ্রাসিয়াছে ন্যায্য- অধিকার-জনতার,
কবিতার চরনে চরনে সাধুতার বড় হাহাকার,
মসনদে ঢুকে গেছে ফ্যাসিষ্ট-লুটেরাজ-স্বৈরাচার-মীরজাফর।
রাজনীতির সাহিত্যেই পৃথিবী পেয়েছিল এক মুক্তির কবিতা,
আজ এখানে ভয় -আতঙ্ক- বৈষম্য- বিভেদ- বিস্তর উগ্রতা!
----------------------------------------------------
১৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।