কে দিবে উত্তর?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কে দিবে উত্তর?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৫-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
কি এক হত্যার নিশা চেপে বসিয়াছে চারিধার,
কত মায়ের অশ্রু ঝরিছে বুক ফাট কান্না- হাহাকার!
সন্তান আসবে কি আসবে না ফিরে মায়ের কোলে,
ওরে নেই কোন গ্যারন্টি মব তন্ত্রের উগ্র দাবানলে!
ওরে- আজ এখানে নেই যেন বিদ্যাজ্যোতি-মেহেরবান,
প্রাণে প্রাণে মৃত্যভয় ব্যদনার পিরামিড পাহাড়- সমান।
স্কুল –কলেজ-বিশ্ববিদ্যালয় অন্ধকার এক মৃত্যুপুরি,
আলোকের নীড়ে আলো হারিয়েছে দিশা চক্রে ঘুরি।
রাগ ক্রোধ প্রতিশোধের তরবার যেন উঠিছে নাচিয়া,
অসূর তন্ত্রের নিষ্ঠুর ছুরি চুমুকিয়া!
কি এক হত্যার নিশা আছে ঘেরিয়া স্কুল কলেজ অঙ্গন!
পিতা-মাতা সন্তান হারা,মব তন্ত্রের উগ্র আস্ফালন।
শিক্ষার্থী এসেছে শুধু আলোক নূড়ি কূড়াতে এখানে,
তবে কেন মরতে হলো তাকে বিদ্যা শিক্ষার প্রাঙ্গনে?
জ্ঞানের তপস্যার কত আসিয়াছে শিক্ষার্থী- এ সুন্দর!
তবে কেন ফিরতে হলো লাশ হয়ে- কে দিবে উত্তর?
--------------------------------------------
১৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।