বংশীবাদক
- মুহাম্মাদ শরিফ হোসাইন

কি সাধারণ!
অক্ষর জ্ঞানী,অক্ষরে
বংশীবাদক বাঁশের বাঁশিতে।
সারা দিন খেঁটে,
গলায়-কণ্ঠে তালে-তালে
খ্যাপ কিছু মেরে...
রাতভর রমণীর গাল খেয়ে
সুর তবু উঠবেই,ও মোর বাণিয়া বন্ধুরে...

'যাইবা যদি নিঠুরও পাখী...
দুল দুল দুলনী!'
এ চালক,সভ্যতার ধাঁর দ্বারেনী কখোনি।
ক্রিং ক্রিং ক্রিং,পথ ছাড় এখনি।
: আমি মুক্তমনা,নিঃস্বার্থ আর নই লোভী
বেঁচে থাকি যতোদিনি।
ভেবেছি তুমি ভদ্র লোকের ছেলে,
ভাঁড়া বলে নেইনি তাই
কি আর করবো বলো,ঠিক-ঠাক ভাঁড়া না দিলে!

তুমি পাপ,তুমি লোভ
তুমি,পৃথিবী গর্ভের মিথ্যা প্রসবের বেদনা।
এই সভ্যতার সভ্যরা,তোমরা সত্যিই বেজন্মা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।