মাতৃকার কোলকে গ্রাসিয়াছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মাতৃকার কোলকে গ্রাসিয়াছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
মাতৃকার কোলকে গ্রাসিয়াছে প্রতিশোধ জল্লাদের মতন,
সুদূর কোন দেশে চলে গেছে হীরে –মানিক- মুক্তা- রতন!
চিত্ত যদি শুভ্র হত !কান্ডারী যদি করিত অনুভব,
জাতির মুক্তির জন্য রাজনীতি হত জনতার উৎসব।
সেবার জাহাজে এখন ফ্যাসিষ্ট- স্বৈরাচার-অসূর দল,
চাঁদাবাজের মহড়া চৌদিকে বিপুল প্রতাপে উজ্জ্বল।
অন্তরালে দূর্ণীতি- গুম- হত্যা –অত্যাচার- নির্যাতন,
দিকে দিকে চোর -ডাকাত –দস্যুরা মায়ের কথা ভুলে,
লুটতরাজের উৎসবে মাতিছে কাননের ফুলে ফুলে।
মায়ের মুখের দিকে তাকালে মনে হয় সমুদ্রের নীল,
বুকে জুড়ে আগুনের লেলিহান শিখা দাউ দাউ অনল!
অজ্ঞ –মূর্খ্- মেধা শুন্যরা মায়ের বুক করিয়াছে দখল,
সমুদ্রের উপকণ্ঠে এখন হিংস্র ঈগল! সাগরের চিল!
বুকে বুকে শুনি নক্ষত্র তারকারাজির বিপুল ক্রন্দন সব,
কান্ডারী যেন চাইছে না বুঝিতে এই ব্যদনা অনুভব।
এই উগ্রতা, এই হীনমন্যতা, এতো রক্ত নদী-
হিংসা, বিদ্বেষ, ক্রোধ ,প্রতিশোধ কভূ না থামে যদি!
শুনিবে ধবংস নাশের অসনি শব্দ মাতৃকার বুক জুড়ে,
সেদিন তুমি পারিবে না মুক্তির জয়গান গাহি বসুন্ধরে।
মাতৃকার কোলকে গ্রাসিয়াছে প্রতিশোধ জল্লাদের মতন,
সুদূর কোন দেশে চলে গেছে হীরে –মানিক- মুক্তা- রতন!
-------------------------------------------
১৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।