এই মা তোমারে ডাকিছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এই মা তোমারে ডাকিছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
সোনালী ঊষার আলো ছেড়ে সন্ধ্যার আঁধারে,
কে এই কান্ডারী বজ্র কণ্ঠে ডাকিছে জাতিরে?
বলিল সে, এই মায়ের বুক তারে দিতে চায়,
সে বুঝিল না নীলাভ ব্যথিত প্রাণ চৌদিকে হায়।
যারে আলোক ভেবেছি আমি কুয়াশার পাখনায়,
আজ দেখি দিবসের সোনালী প্রদীপ গোধূলী আভায়!
জোনাকির দেহ হতে খুঁজেছি যে ঝল ঝল আলো,
সে জোনাকি ধূসর ধূম্রের মত ঘন মেঘ কালো!
সে ছুটিছে টিকটিকির মত সিঁড়ি বেয়ে বেয়ে,
বুকের পাটা খুলে- বিষাক্ত সাপের স্বপ্ন লয়ে।
মা যে মরে যাবে! মা যে হেরে যাবে ব্যথিত প্রাণ,
ধূর্ত্ কান্ডারী বুঝে না তাহা আপন স্বার্থের কলতান।
সে দেখেনা মায়ের বিমর্ষ্ মুখানি ভাঁজে ভাঁজে ভরা,
মুক্তির যৌবন বুঝি ফুরিয়ে এলো দেশদ্রোহীদের দ্বারা।
হে অতন্ত্র প্রহরী ! জেগে উঠো শতাব্দীর নীল অন্ধকার!
মাতৃকা রক্ষা করো হে - লক্ষ শহীদের অঙ্গিকার।
তুমি তো মুক্তিযোদ্ধার মতো হার না মানা দুরন্ত প্রাণ,
এই মা তোমারে ডাকিছে-তুলো হে তুলো-বজ্র তুফান!!
স্বাধীনতা একবারই আসে,রক্ষা করো তারে দূর্ণিবার,
কোন অশুভ শক্তি যেন না পারে ভাঙ্গিতে রক্তের প্রাচীর।
-----------------------------------------------
১৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।