মহানিশীথের কালো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মহানিশীথের কালো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৯-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
শান্তির মুকুটে আজ দেখেতেছি অশান্তির তিলক,
শুভ্রতার ভিতরে অন্ধকার করিতেছে খেলা অপলক!

আলোক প্রতিভায় কলঙ্ক গ্রাসিয়াছে স্বাধীন বঙ্গ তীর,
প্রহরী মেতেছে নষ্ট খেলায় নির্মল মুক্ত বুকে বিভক্তির।
আলোকিত মানুষ প্রিয়তর তবু কখনো সে ঘৃণিত প্রাণ,
শান্তির মুকুটে আজ দেখেতেছি অশান্তির তিলক- বীর্যবান!

মহাপতনের দিকে ধাবিত চেতনার সোনালী অধ্যায়,
মাতৃকার শত্রুকে আনিতেছে ডাকি এক মানবিক বার্তায়!
কিন্তু ভুলেগেছি কিছু মানবিক অযূত অমানবিকের সূচনা,
খাল কেটে কুমির আনার মতো নির্দয় কোন সাধনা।

বিবেক যখন স্বার্থ্পর হয়,মুক্তি তখন কাঁদে ব্যদনায়,
কান্ডারী হারায় আলোর পথ কুহেলির কালো বসূধায়।
শান্তির প্রদীপে এ কেমন অসূর ছায়া দেখিয়াছি!
মনে হয় যেন বঙ্গ বুকে মহানিশীথের পদধ্বনি শুনিয়াছি!!

হে জাতি! এ কেমন কান্ডারী হে -তুমি বলিয়াছো আলো!
সে তুলিয়াছে বুকে বুকে রক্ত ঝড়!মহানিশীথের কালো।
---------------------------------------------


২০-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।