জীবন মর্ম
- ফয়েজ উল্লাহ রবি

না দিলে জল হবেই বিফল বিনা শ্রমে মধু,
বসে-শুয়ে স্বপ্নে গড়ে বিশাল মহল যাদু।
অযথা সব প্রয়োজনে কথার যতো বাহার,
মিথ্যে সুখের আয়োজনে মোহ মায়ার পাহাড়।
এক জীবনে কতোটা কে হয়েছে আর সফল?
সবাই কি আর জিতে বলো? অনেক জীবন বিফল।
তোমার ভাগের যতো টা সুখ আসবে তোমার কাছে,
কেউ নেবে না দুঃখ তোমার যতোই ভালোবাসে।
কর্ম করো খুশি মনে; ফল দেয়া তার ধর্ম,
থাকলে লেগে আসবে বেগে এইতো জীবন মর্ম।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২০ মে ২০২৫, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩২


২১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।