এবার যদি হেরে যায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এবার যদি হেরে যায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২১-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
হৃদয়ের স্পন্দনগুলো কেমন যেন এলোমেলো বেহুশ!
দুষ্টের ইশারায় গন্তব্য হারিয়েছে সৃষ্টির সেরা মানুষ।
চোখগুলো ধূম্র কুয়াশার চাঁদরে ঘোর ঘুমে মৃত প্রায়,
শরীরের অস্থি-মজ্জায় দূষিত রক্ত প্রাবাহ ছুটিছে নেশায়!
কর্ণ্ কুটিরে ভূঁত প্রেতেরা বাঁধিছে বাসা সত্যের বাণী লুটে,
মানুষের কণ্ঠে ঢুকিছে গাঁধার স্বর! তাল লয় নাই মোটে!
অসভ্যতার উত্তাল তরঙ্গে মাতাল সাগরের শরাবখানায়-
সভ্যতা হারিয়েছে নগ্নতার আগুনদানায়- শরীর ভাসায়।
বঙ্গ সমীরণে হরদম বাজিছে মীরজাফরের পদধ্বনি,
শত্রুরে করিছে মিত্র মুক্তি যুদ্ধের মূল চেতনা হারায়!
মায়ের আঁচলে ঘাতকেরা জোট বাঁধিছে দল-বল,
তবু চৈতন্য জাগে না লাল-সবুজের বীর্য্-বল।
গুজব-হুজুগের নিশান উড়িছে অসূর শয়তানেরা বুকে-
তবু ছুটিছে বিদ্রোহী তন্ত্রে মন্ত্রে নীল ব্যদনার ছবি এঁকে!
হে জাতি, স্বাধীনতা কি পাতাল- প্রেতপুরের মরীচিকা?
না, না এ নহে কো ঠুনকো লাল-সবুজের পতাকা!
এবার যদি হেরে যায়! কালো রাত্রি প্রহর গুনিছে বিনিদ্র জেগে,
গর্দান ধরিবে চেপে ভূঁত -প্রেত -দৈত্য –দানবেরা তীব্র বেগে!
--------------------------------------------------
২১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।