সুতরাং আর নয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সুতরাং আর নয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২২-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
আবার গর্জে উঠিছে সাত-সমুদ্র তের নদী,
কুমির- হাঙ্গর- তিমি আসিছে, হায় তবু যদি
চৈতন্য না জাগে মনে,তবে কিসের মহারাজ?
অঢেল জন্মিছে দিকে দিকে বিষাক্ত সাপ আজ!
নদী নালা খাল বিল ভূমি দস্যুরা গ্রাসিয়াছে সকল,
মসনদে ঢুকিছে ফ্যাসিষ্ট- স্বৈরাচার -দেশদ্রোহী দল।
টুকরো মেঘেরা বজ্র গর্জিছে পদ্মা মেঘনা যমুনার পার,
আর জাতি মরিছে দৈত্যদলনের পিষ্ঠে রাত্রির আঁধার!
গণতন্ত্র যেখানে মত্ত দৈত্যে দৈত্যে আক্রোশে ভড়ি
সেখানে ক্ষমতা নিয়ে ব্যস্ত রাজকুমার-রাজকুমারী।
মঞ্চে মঞ্চে কারো লোভ নেই,তবু লোভের অলঙ্কারে,
দেত্যেরা শুধু নগ্ন ভঙ্গিতে সাজিছে যৌবনা শরীরে।
স্বাধীনতা আজ যেন লুপ্তগর্ব্ ,পরাজিত রাজার সঞ্চয়,
এত অন্যায় জাতি সহ্য করিবে কিভাবে-আর নয়!
আবার জাতি গর্জে উঠিবে যেখানেই দেখিবে পীড়ন,
সেখানেই জ্বলে উঠিবে লাল সবুজের সোনালী কিরণ।
সুতরাং আর নয়, আমাদের এক স্বাধীন পতাকা আছে-
মহান মুক্তিযুদ্ধের চেতনা আছে প্রতিটি জনতার কাছে।
আমরা সম্ভ্রম হারা মায়ের অকোতভয় সন্তান-মাতৃকার গান
আমরা লক্ষ শহীদের উত্তরসূরী- বজ্র কণ্ঠের ঘূর্ণি -তুফান!!
------------------------------------------------
২২-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।