অন্তর্লীন গৃহহীনতা
- রবিউল ইসলাম রাতুল

না খুঁজে পেয়ে সন্ধানী গহীন,
আমি যেন অবলা সেই গৃহ পশু
মানবের লোকালয়ে থেকেও
খুঁজি একটু শান্তির আশ্রয়, আমি গৃহহীন।

নিজের কর্মে নাই, নিজেরই হুঁশ,
তবে যেথায় পাই নূন্যতম আস্থা
নিরব চোখে সেথায় গেথে নিই নিজেকে
তবুও আমি এক বেখেয়ালি মানুষ।

নিজের পথের আশাগুলো বাড়ছে দিনে দিনে,
তবে কামুকতা কেন আঁকড়ে আমায়
হবে না যা, করছে আনাগোনা অপ্রকাশিত চিন্তা
দিচ্ছে বেহুদা লাঞ্ছনা গোপনে মনে মনে।

তাহলে হোক ভিতরে ভিতরে ভিতরের মৃত্যু,
আসবে না কোনো ক্লেশ, শ্রুতি হয়েও
অপছন্দনীয় কোনো আহাজারি বার্তার খবরে
হাসি মুখ মানবো তা, হবো এক অবস্তু।


২২-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।