যে রক্তে পেয়েছি আমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যে রক্তে পেয়েছি আমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
হে তারুণ্য, তুমি যদি নেতা হও কান্তারের পথ ছেড়ে
সন্ধ্যার আঁধারে প্রদীপ নিয়ে ডাক দেও -এ জাতিরে।
জাতি তোমারেই চায়, যে কিনা ভাঙ্গেনি মুক্তির শপথ,
ভুলেনি লক্ষ শহীদের রক্তে আঁকা লাল-সবুজের দীপ্ত পথ।
এখনো তোমার সম্মুখে নীলাভ ব্যথিত প্রাণ-অশ্রুজল,
এখনো সেই নক্ষত্র খুঁজি আমি ঘন কুঁয়াশার ছায়াতল!
কিন্ত যে তোমারে দেখি আমি সেতো দৈত্য দানবের মত
গুম হত্যা মব ত্রাসে রাঙা চোখে গর্জে উঠে চির সতত!
এ কেমন দৃশ্য হে তারুণ্য- আজ নিভেগেছে আলোক,
দিকে দিকে রব উঠেছে বঙ্গ ছুটেছে আঁধার ভূ-লোক!
অনেক স্বপ্নতো বুঁনেছিলাম এ শুন্যতার জমিনে,
হে তারুণ্য, হে নেতা- এ কি উপহার দিলে নিমন্ত্রণে?
যে সুর তুমি বাজালে, যে সুরে তুমি গাইলে গান,
সেতো বিদ্রোহী সুর ! সেতো লাল-সবুজের ব্যবধান।
হে তারুণ্য, তুমি যদি নেতা হও মীরজাফরের পথ ছেড়ে,
এসো হে সম্ভ্রমহারা মায়ের অশ্রু জলের কবিতা পড়ে!।
যে রক্তে পেয়েছি আমি স্বাধীন পতাকা- কাব্যের চরন।
সেখানেই তোমারে স্যালুট জানাব লক্ষ শহীদের রক্ত প্লাবণ।
-------------------------------------------------
২৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।