তুমি যতই শুনাইতে চাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি যতই শুনাইতে চাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
শিল্পীর এই আনন্দগানে আমি দিব নাকো সুর,
যদি না থাকে সেথায় সোনার বাংলা প্রীতি-সুমধুর।
যে সুর তুলিয়াছো ছন্দগাঁথা তোমাদের কণ্ঠ সনে,
সে নহে গো বাংলার গান সুখ-দুঃখেরও ক্রন্দনে।
আমি হয়েছি লক্ষ শহীদের উত্তরসূরী প্রমোদসিন্ধুর,
লাল-সবুজকে গাঁথিয়াছি আমি তরঙ্গ দোলে অন্তর।
আমি গাই সেই গান বিচিত্র বন্ধনে নব ছন্দ তানে,
যে সুরে আছে লাল সবুজের স্নিগ্ধশ্যাম মাতৃমুখ-পানে!
আমি স্যালুট করি ওই লক্ষ শহীদের রাঙা ধূলিমাটি মার,
আমি ভালবাসিয়াছি তারে দিবস রজনী হিম গিরি দুর্বার।
কে এমন শিল্পী- কুলাঙ্গার- দেশদ্রোহী –দোসর ?
মাতৃকার কোলে বসে ঘৃণা করি তারে অযূত অপার!
সন্তান থাকিতে তুমি কেঁদো না মা- মুক্তি খুঁজিবারে,
বিজয় নিশানই দেখাইবে পথ আসন্ন যুদ্ধের সমরে।
শিল্পীর এই আনন্দগানে আমি দিব নাকো সুর,
যে সুরে নাই একাত্তর! সম্ভ্রমহারা মায়ের আর্তচিৎকার।
হে ছদ্মবেশী শিল্পী ! তুমি যতই শুনাইতে চাও বারেবার,
তোমার এই আনন্দগানে আমি দিব নাকো সুর কোনবার।
--------------------------------------------
২৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।