আমি বঙ্গ জননীর সন্তান
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি বঙ্গ জননীর সন্তান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
আমি বঙ্গ জননীর সন্তান,তুমি কোথাকার?
মুক্তি যুদ্ধের চেতনে আমি স্বাধীন মাতৃকার।
অনেক রক্তের পরে নিশানা পেয়েছি সুখদুঃভার,
জাতির ভাগ্য আমরাই গড়িবো করিয়াছি স্থির।
অসীম প্রেমে রাখিয়াছি মা’রে অন্তর ধরাতে,
কোন দেশদ্রোহী শত্রু পারিবে না ভিনসুর শুনাতে।
আমার সোনার বাংলা সর্বসহা জননী মৃন্ময়ী-
ঐতিহ্যে অসীম ঐশ্বর্যরাশি আছে তাহার মৃত্যুঞ্জয়ী!
তবু কেন থমকে যাস- ওরে সাধু জন -সাধুতা কই ?
অন্ন- বস্ত্র –শিক্ষা- চিকিৎসা –বাসস্থান ন্যায্যতা কই!
আমার অধিকারে কেন অশ্রুজল, স্লান শুষ্ক মুখ
স্বাধীনতা পেয়েছি, সু-সন্তান পায়নি মায়ের বুক!
ক্ষমতা লোভী সিন্ডিকেটের রাহুগ্রাসে অসম্পূর্ণ্ সুখ,
আমি স্বাধীন জননীর সন্তান তবু কেন বুক ভরা দুঃখ?
এই মাতৃকার একটি পতাকা, একই সুর- একই গান
তবু কেন চৈতন্য ভিন্ন, বৈষম্যের- তুমুল -ঝড় -তুফান !!
যে শিল্পী এঁকেগেছে লাল-সবুজের ঐক্যতান-
তারেই আমি বলি স্বাধীন বাংলার অবিনাশী প্রাণ।
----------------------------------------------
২৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।