বকুলের মালা এখন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বকুলের মালা এখন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
সততা বন্দী হয়ে আছে অনিষ্ট তাগুতের গৃহে,
ওই মুক্তির মন্ত্রটা এখন আর নেই সত্যাগ্রহে।
লোভ-লালসা ক্রোধের রিপুরা গড়েছে দৃঢ় বন্ধন,
সততার দুর্ভিক্ষে মুক্তিরা কাঁদে করুণক্রন্দন।
এই দুঃখদৈন্যে-ভরা জীবন তুমিই করেছো সাধন,
ক্ষুদ্র স্বার্থে আপন গৃহে শত্রুরে করেছো নিমন্ত্রণ।
কালো মেঘে গগণের শুভ্রকে ডেকেছো হিংসে-প্রতিহিংসে,
প্রতিশোধের নেশায় মত্ত হয়েছো ক্ষমতার দ্বন্দে- প্রকাশ্যে।
এখানে সততা নেই! এখানে বহ্নিবাণ বজ্রসম চিতা,
রক্তাক্ত জীবন্ত লাশ!গুজবে -হুজুগে দুর্ভিক্ষে সততা!
আজ মাতৃকা হুমকির মুখে,মুক্তির গান ছন্দহীন,
সততা বন্দী হয়ে আছে অবরুদ্ধ কন্ঠে ভাষাহীন।
লাল-সবুজের আলপনায় এর চেয়ে লজ্জা আর কি ?
সততার দুর্ভিক্ষে! কোন মিথ্যের ছবি যাইতেছে আঁকি!
এখনো মায়ের বুকে শুনি মীরজাফরের অশুভ ধ্বনি,
সত্যের দ্বার খুলে দাও মুক্তি যুদ্ধের চেতনারে টানি।
মুক্তি ছুটেছে যু্দ্ধ-বিগ্রহ দ্বন্দ্বে অশুভ কর্মে নিশিদিন-
তাই বকুলের মালা এখন পাগলের গলায় নিন্দ্রাহীন।
---------------------------------------------
২৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।