স্বার্থের দিকেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বার্থের দিকেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
স্বার্থের দিকেই যেন দল মত পথ গাইছে শুধু গান,
এখানে নেই কোন পূর্বরাগ, অনুরাগ, মান-অভিমান।

কেবল মসনদের অভিসার, প্রেমলীলা-বিরহ-মিলন
দৃঢ় সেতুবন্ধনে চলা- নদ নদীর গভীরে প্রণয় স্বপন!
কে অসাধু, কে নগ্ন শ্রাবণের শর্বরীতে গঙ্গার কূলে,
শুধুই ঈগল চোখে অলক দেখা ক্ষমতার কেন্দ্র মূলে।

যদিও হারায় ইজ্জত সম্ভ্রমে তবু এ ক্ষুধা নহে মিটাবার,
রজনী আর দিবসে প্রমত্তে উঠে মেতে অবৈধ কারবার।
মায়ের ছতর খুলে যায় এ গীত উৎসব-মাঝে,
তবু মিটায় তপ্ত প্রেমতৃষা পল্লীর নির্জন বিরাজে।

স্বার্থের দিকেই যেন তরুণ বসন্ত জাগে নবীন ফাল্গুনে,
এখানেই বাজে মীরজাফের সুর বিপুল তানে তানে।
কেউ ধ্রুব, কেউ কালো একই মঞ্চে মধুময় হয়ে উঠে-
লাল-সবুজের আঁচলে ঘেরা মায়ের বুক খুটে খুটে !

কি এক আজব নীতি! আদর্শহীন প্রেমাতুর তানে,
স্বার্থের দিকেই গেয়ে যায় নিষ্ঠুর গান ঐক্যতানে।
এতো বৈচিত্র রূপ আর কোন মঞ্চে আছে কি -হে কবি?
এখানে সাপ- বিচ্ছু –পোকা- মাকড়ের নগ্ন প্রেমচ্ছবি!!
-----------------------------------------------


২৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।