ভুল ডাক্তার এনেছি ডেকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ভুল ডাক্তার এনেছি ডেকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
ডাক্তার বলেছিল মায়ের বুকে বিষাক্ত ফোড়া,
আমিও বিশ্বাস করে ছুটেছি হসপিটালে তাড়াহুড়া।
আমার মাকে বাঁচাতে হবে- এই শেষ কথা,
অপারেশ শুরু হল তবু চিত্তদীর্ণ্ তীব্র ব্যাকুলতা।
মা হাসবে তো! হৃদয় রেখেছি মগ্ন করি-
ডাক্তার এসে বললো সবই ঠিক ছিল, সরি সরি!!
ফোড়া সাড়াতে গিয়ে ডেকে এনেছি মরণ ব্যাধি,
ক্যান্সারে ক্যান্সারে আক্রান্ত সাড়া দেহ-নিরবধি!!
মা সুস্থই ছিল, স্বাভাবিকই ছিল এতদিন!
আসলে ফোড়াও ছিল না, অযথাই ভেবেছি নিশিদিন।
ভুল ডাক্তার এনেছি ডেকে কষাই খানা হতে,
সে এখন ছুটেছে ফাঁসি মঞ্চে জল্লাদের ভ্রতে!
আমার মাকে সে বাঁচতে দিবে না স্বাধীন কাননে,
আজ মা ক্যান্সারে ক্যান্সারে মৃত্যু শয্যার শয়নে।
একটি ফোড়া সারাতে গিয়ে ভুল ডাক্তার এনেছি ডেকে,
মা বাঁচবে তো? ডাক্তার দিয়েছে ক্যান্সারের ছবি এঁকে!
মাগো তোমাকে হারতে দিবো না লাল সবুজের মেলায়,
আমি সেই চেতনার ডাক্তার হবো ভন্ডদের সব তাড়ায়।
------------------------------------------------
২৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।