তুমি শুধু একটি ফুল নও
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি শুধু একটি ফুল নও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
হে সুন্দরী, এমন অপলক নয়নে তুমি চেয়ো না!
এমন সুধা তুমি দিয়ো না,এমন সুরে গেয়ো না।

কি অপরূপা তুমি লাল-সবুজে প্রকৃতির মাঝে,
কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটে আছো পতাকার সাজে!
চুপি চুপি ডাকো, কত কিছু বলো,শুধু বলো না,
তুমি আমার বাংলাদেশ! কোটি জনতার কল্পনা।

তোমাকে দেখলেই মনে হয় লক্ষ শহীদের রক্ত ফুল,
মনে হয় সম্ব্রম হারা লক্ষ মায়ের ব্যথাতুর অশ্রুজল!
ফাল্গুনের ঝরা পাতায় তুমি এক মৃত্যুঞ্জয়ী আলপনা,
বজ্র তুফানের রাঙা তুলিতে আঁকা একাত্তরের চেতনা।

মনে হয় হার না মানা ‍মুক্তি যুদ্ধের রঞ্জিত পাঁপড়ি,
সবুজের বুকে উদিত লাল সূর্যের অপরূপা সুন্দরী!
তুমি তো আমার সেই বিজয় কেতন- হে কৃষ্ণচূড়া!
চৈতালী খড়ায় প্রশান্ত প্রাণের স্পন্দিত শিরা-উপশিরা।

হে কৃষ্ণচূড়া,তোমার দপর্ণে দেখি আমি লক্ষ শহীদের চিত্র!
তুমি শুধু একটি ফুল নও, তুমি লাল সবুজের মানচিত্র।
তুমি তো বজ্র কণ্ঠের অমৃত ‍সুধা! মুক্তির অমিয় বাণী-
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ধরণী।
------------------------------------------------


২৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।