এক চোখা দৃষ্টি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এক চোখা দৃষ্টি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
এক চোখা দৃষ্টির মহাউৎসব চলিছে নিরবধি,
পুঞ্জ পুঞ্জ রাগ –ক্রোধের রক্ত ফেণা উঠিছে নদী!

যে মেঘ দেখে শুধু মেঘ! যে আলো দেখে শুধু আলো,
এক চোখা দৃষ্টির আড়ালে সব কিছু শূন্য শুধু কালো!
ঠিক যেন নিষ্ঠুর স্পন্দন শিহরে রুদ্র কায়াহীন বেগে,
প্রতিহিংসার প্রবাহে সত্যকে গ্রাসিয়াছে বিনিদ্র জেগে।

এক চোখা দৃষ্টির তীব্রচ্ছটা বিচ্ছুরিয়া উঠিছে এজলাসে,
ন্যায্যতা ফাঁসি মঞ্চে ঘূর্ণাচক্রে ঘুরে ঘুরে সর্বনাশে!
কি অদ্ভুদ এক চোখা দৃষ্টি! শব্দহীন সিঁধ কাটে ঘরে ঘরে,
প্রহরী নিশ্চুপ! রায় দেয় আপন স্বার্থের অভিসারে।

এক চোখা দৃষ্টির প্রলয়ে ন্যায় বিচার হয়েছে ঘরছাড়া,
বিচারক যেন এজলাসে ফ্যাসিষ্ট তন্ত্রের কবিতা ছড়া!
যে যায়, যে আসে- লাগামহীন দোল দেয় এমনি,
কারে আমি বলিব শুভ্রতা এক চোখা দৃষ্টির চাহনী?

মুক্তিরা শ্লোগানে শ্লোগানে যতই করুক ঝোড়ো এলোচুল,
মুক্তি সে অধরা এক চোখা দৃষ্টির অঞ্চলে বকুল-পারুল ।
ষড়ঋতুর থলি হতে মুক্তির ফুল ঝরে গেছে অভিমানে,
এক চোখা দৃষ্টির ডাকে সে আসিবে না ফিরে কোনক্ষণে!!
-------------------------------------------------------


২৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।