বুকের পাটা যদি থাকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বুকের পাটা যদি থাকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
যদি তুমি সৎ হও, দিয়ে দাও, হিসেব দিয়ে দাও
এখনো দেখি তোমার নিজের স্বচ্ছতা উদ্যাম উধাও !
আয়ের উৎস কি! কোথায় কত অর্থ্ আছে সঞ্চয়,
দিয়ে দাও, দিয়ে দাও -নাই শোক, ভাই ভয়!
ক্ষমতার আগে কি? পরে কি ? বলে দাও বলে দাও
সাহস করে বলে দাও,দুর্ণীতিবাজ নেতা তুমি নও!!
যদি না পারো, তবে কি বলবো তুমি অসাধু কেউ?
বলো, অর্থ্ বৈভব বাড়ী গাড়ী কোথা থেকে আসে ভাই?
যদি তুমি সৎ হও তবে কেন এত হীনমন্যতা ?
বলো, ক্ষমতায় গেলে কি করে আসে এত ঐশ্বর্য্যতা?
বুকের পাটা যদি থাকে জনতাকে বলে দাও- তুমি সৎ!
আয়ের উৎস বলে দাও! বলো, নেতা তুমি মহৎ!
এইতো সেইদিনও তুমি ছিলে হতদরিদ্র এক তরুণ,
বলো, আজ কিভাবে ধন দৌলতের হলো এত উত্থান?
জনতা তো বলে তুমিই দেশদ্রোহী,ফ্যাসিষ্ট-স্বৈরাচার,
দুর্ণীতিবাজ- লুটেরাজের -রতি-মহারথি কলঙ্ক জাতির।
যদি বুকের পাটা থাকে- তুমি বলো, তুমি নও তা
স্বচ্ছ হিসেব দিয়ে বলো, তুমি পবিত্র সৎ- মহান নেতা।
---------------------------------------------
২৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।