এই বিপ্লব কি মুক্তি দিবে ?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এই বিপ্লব কি মুক্তি দিবে ?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
সেই অধ্যায়টা কালো ছিল বলেই শুভ্রকে ডেকেছি,
রাত্রির আঁধারটা যেন পূর্ণিমা হয় এই কথা বলেছি,

তুমিও শপথ করেছিলে সেই কালো অধ্যায়ে জড়াবে না,
বলেছিলে বসন্তে কোকিলের ডাক শুনাবে,শুনালে না
এখন তুমিও রক্তচোষা জোঁক,বিষাক্ত সাপের ফণা তুলে,
তুমিও করেছো কালো যাদু! তুমিও ছড়ালে বিষ ফুলে ফুলে।

এখনো তুমি গাও সেই পুরানো শকুনের ঘৃণিত গান,
তুমি স্তব্ধ করতে এসেছো লক্ষ শহীদের আলাপন!
তুমি বলেছিলে সেই আধ্যায়ে ছিল- ফ্যাসিষ্ট, স্বৈরাচার,
বলেছিলে বদলাবে গুম –হত্যা- দুর্ণীতির কৃষ্টিকালচর।

কউ, এখন দেখি তুমিও শুভ্র মুখোশের আড়ালে!
একই দৈত্য দানবে সেই দেশদ্রোহীদের আদলে।
বৈষম্যের মঞ্চ তৈরী করেছো লাল- সবুজের প্রান্তর,
এখন তো স্বাধীনতার প্রশ্নে বিস্তর ব্যবধান পরস্পর।

কউ বৈষম্য তো দুর হয়নি? সাদা কালো মেঘ আকাশে!
কি ভয়ানক! বিপ্লবীর কথা শুনে ছুটেছি কোন সর্বনাশে!
মবতন্ত্র, ভয়তন্ত্র- বৈষম্যতন্ত্র- স্বৈরতন্ত্র -ফ্যাসিবাদ,
হয়নিতো অবসান নব কবিতায় নব পত্রিকার সংবাদ।

তবে কি বিপ্লবী কবি অসুর সুরা করেছে পান?
এখনো শুনি সেই পুরানো শকুনের বেসুর তান।
মঞ্চে মঞ্চে বৈষম্যের কবিতা শুনি বিপ্লবীর স্বরে স্বরে,
এই বিপ্লব কি মুক্তি দিবে – মীরজাফরে ঘেরা জাতিরে ?
---------------------------------------------


২৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।