আজ যে ইচ্ছে হলেও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আজ যে ইচ্ছে হলেও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
শুনেছো, এই পরাজয় তুমিই এনেছো ডেকে বসন্ত রাতে!
এক ভালবাসাকে তুচ্ছ করতে গিয়ে পারলে না ঘুমাতে।
জানি না, কোন অহংকারে নক্ষত্রের আলোকে-
মীছে মীছে অস্বীকার করেছিলে প্রেমকে ভূ-লোকে!
যে প্রেমকে তুচ্ছ করেছিলে, অপমান করেছিলে ঘৃণ্য ভরে
সে প্রেমের জন্যই ছুটেছো গাঁজা খোর নেশা খোরে,
ভালবেসে ঘরও বেঁধেছিলে, কিন্তু সেখাও ছিল ছলনা
এক স্বর্গিয় প্রেমকে হারাতে গিয়ে,আজ তুমি হলে ফেলনা!
শুধু মিথ্যে অহংকারের জন্যই! কানন আজ ফুল শুন্যময়-
অথচ কতইনা ব্যাকুলছিল একটি অবুঝ হৃদয়,
তুমি বুঝেও বুঝতে চাইলে না এ যন্ত্রণা কতটা অগ্নিময়,
শুধুই অহংকারে তুচ্ছ করেছো, বারে বারে অপমান করেছো,
আজ কি পেয়েছো ?
কি ব্যথাতুর অশ্রুজলে বুক ভাসে,রক্ত ঝরে অন্তরে!
সেই ভালবাসার জন্যই আজ তুমি ব্যাকুল নিরন্তরে-
চারিদিকে শুন্যতা শুধু শুন্যতা- তুমি একা, বড় একা
যে প্রেমকে তুচ্ছ করেছো, সে কানন ফাঁকা বড় ফাঁকা!
যদি অহংকার না করতে আজ তুমি হতে প্রেমের রাণী,
ব্যদনার হৃদয়গুলো উঠতো হেসে ফুল শয্যার সাজনি।
তবু বলি, যদি অহংকারী না হতে
হয়তো স্বপ্নের কাননে ফুটতো স্বর্গিয় ফুল শয্যাতে।
আজ যে ইচ্ছে হলেও দিতে পারি না, বলতে পারি না
হৃদয়ের তরঙ্গ থেমেগেছে জীবন সমুদ্রের অন্য সীমানা।
----------------------------------------------
২৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।