ভালোবাসা
- ফয়জুল মহী

ভালোবাসা মানে সিগারেটের স্ট্রে
ভালোবাসা মানে পচা শামুক
ভালোবাসা মানে আধুনিক রোগ ডায়াবেটিস
ভালোবাসা মানে হাই পাওয়ার ইনসুলিন।

ভালোবাসা মানে বিকল ব্রেইন
ভালোবাসা মানে অচল হৃদয়
ভালোবাসা মানে অকেজো কিডনিতে
রক্ত চলাচল থেমে যাওয়া
ভালোবাসা মানে হিম শিতল দেহখানা।

ভালোবাসা মানে মুখে দাড়িবিহীন কাঁধে ব্যাগবিহীন
লম্বা চুল ও পাঞ্জাবিবিহীন এক আধুনিক সৃজনী কবি
ভালোবাসা মানে কোনো এক রাজনৈতিক দলের
কর্মী কিংবা দরবেশ হওয়া।


২৯-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১১-০৬-২০২৫ ২৩:১৪ মিঃ

nice

৩১-০৫-২০২৫ ২৩:৫৪ মিঃ

চমৎকার, প্রিয় কবি।