দূরের মানুষ
- অথই মিষ্টি

প্রিয় তোমার দূর দৃষ্টিকোণে আমি থাকতে চাই
যদি কৃপা হয় তোমার আর অতিসামান্য স্থান পাই
তোমার অতিনিকট হতে আমি চাই না হে
যেন আবার ভুলে না যাও কোনরকমে যাই রয়ে

ভাবতেছ এ কেমন আজব চাওয়া!
তবে শোন বলছি দূরে অবস্থান করাই অনেক পাওয়া
হয়তো ভাবতেছ কিভাবে?
অল্পতেই পাওয়া জিনিস মূল্য থাকেনা কোন কাজে।

যে জিনিস যত দূলর্ভ ও সাধনায় মিলে
মহা মূল্য দেয় মানুষ তাঁর সে জিনিস পেলে
তাই তোমার নিকটে অবস্থান করে মূল্যহীন হওয়ার চেয়ে
অতিদূরে থাকতে চাই তোমার হৃদয়ে সামান্য স্থান পেয়ে ...


২৯-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।