পথের ওপারে কেউ নেই
- অপু চন্দ্র বর্মন

আজ আকাশটা ঠিক আমার মনের মতো,
থমথমে,
নীরব,
অকারণে কাঁদতে থাকা।

রাস্তাটা ভিজে আছে,
শুধু বাইক দু’একটা ছুটছে দূরে,
কারো কোনো গন্তব্য আছে,
আমার নেই।

একটা সাইনবোর্ড বলে—
“স্বাগতম”—
মনে পড়ে,
কেউ কোনোদিন আমায় ডেকে বলেনি—
এসো।

গাছগুলো মাথা নুইয়ে আছে,
হয়তো তারা ক্লান্ত,
হয়তো অপেক্ষা করছে—
আবার সূর্য উঠবে ভেবে।
আমি?
আমি শুধু মেঘ দেখি,
মনে করি—
যদি মেঘ হতেই পারতাম,
ভেসে যেতাম এই দীর্ঘ সড়কের ওপারে...

যেখানে কেউ অপেক্ষা করে না,
তবু পথ ফুরোয়।


২৯-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।