পুরানো শত্রুর নবধারা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পুরানো শত্রুর নবধারা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২-০৬-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
খুব নিকটেই শত্রুর পদধ্বনি শুনি- বাংলার তীরে তীরে,
ভয়ঙ্কর শব্দ!কম্পিত আকাশ- বাতাস এলোমেলো ঝড়ে!

স্বাধীনতার ফুলগুলো ঝরে যাচ্ছে ধূলো-বালি,
রক্ত নদীগুলো স্থবির হয়ে আছে দু’হাত তুলি!
চেতনার দুর্ভিক্ষে মা আজ ক্ষত বিক্ষত ক্লান্ত শরীরে
লাল-সবুজ শাড়ীটাও টানছে,বেদম টানছে অসূরে!

সোনালী সূর্যটাকেও অন্ধকার যুগের মতো মনে হয়,
শকুনের লাল চক্ষুগুলো ভয়ঙ্কর হয়ে উঠছে অতিশয়!
হে চেতনা, তোমাকে বড় অচেনা লাগে,অচেনা লাগে,
তুমি কি সত্যিই মায়ের সন্তান? তুমি কি আছো জেগে?

তুমিতো মা’কে হত্যা করতে এসেছো- হে যুবকের দল !
তুমিতো সেই পুরানো শত্রুর নবধারা-কালো যাদুর বল।
তুমিতো মীরজাফরের উত্তরসূরী, সে ধাতুতে উজ্জ্বল,
নাই নাই ঠাঁই নাই এ দুষিত রক্তের লাল সবুজের তল।

মুখের দিকে তাকালে এখনো ভেসে উঠে সেই মুখ!
সম্ভ্রম হারা মায়ের অশ্রুজল,রক্ত রঝা মায়ের দুঃখ!
তুমিতো মীরজাফরের উত্তরসূরী স্বাধীনতার ক্রন্দন সব,
সেই পুরানো শত্রুর নবধারা, কালো যাদুর উদ্ভব!!
----------------------------------------------


০২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।