বিপ্লবী এখন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিপ্লবী এখন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২-০৬-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
বিপ্লবী বলেছিল এবার দূর করা হবে সব বৈষম্য,
এ বিপ্লব কভূ ভাঙবে না স্বাধীনতা- ঐক্য- সাম্য।

বিপ্লবী বলেছিল সেনালী সূর্যে আঁকা হবে আকাশ,
আমবশ্যার রাত্রিতে ডাকা হবে পূর্ণিমার শুভ্র কেশ!!
এখনো দিকে দিকে ঘন কুঁয়াশায় আবৃত বিপ্লবের তন্ত্র-মন্ত্র,
বিপ্লবী এখন রচেছে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র- মবতন্ত্র-ভয়তন্ত্র!

বিপ্লবী বলেছিল অধিকার দিবে, স্বাধীনতার মর্যাদা দিবে,
কউ এখনো দেখি সেই পুরানো তন্ত্রে- মন্ত্রে, সেই অনুভবে !
দখলবাজে, লুটতরাজে , সিন্ডিকেট বানিজ্যে নগ্ন-মগ্ন
কউ সেই সাধুতার বাণী ! কউ সেই বিপ্লবীর বিপ্লব লগ্ন?

বজ্র কণ্ঠে তো বলেছিলে , এখন দেখি বিপ্লবী দেশদ্রোহী প্রাণ,
যেন এসেছে মায়ের চিহ্ন মুছে দিতে রক্ত ঝরা স্বাধীন উদ্যান।
খামছে ধরেছে লাল-সবুজের বিজয় নিশান,লক্ষ শহীদের রক্ত বান,
ইজ্জত হারা মায়ের সন্মান! শহীদ মিনার, স্মৃতি সৌধ, শ্রেষ্ঠ সন্তান।

বিপ্লবী বলেছিল নব মুক্তির কথা, নব স্বপ্নের কথা,
এখন দেখি কাব্যে কাব্যে রচে মুনাফিকের কবিতা !
এ জাতি শত্রু চিনতে করে না ভুল- হে বিপ্লবী- হে নব পদবী,
বিপ্লব যেন না হয় ব্যর্থ্, কভূ যেন না হয় অশ্রুজল -নিরবধি!!

বিপ্লবী এখন দখলবাজে, লুটতরাজে , সিন্ডিকেট বানিজ্যে নগ্ন-মগ্ন
ওগো, কউ সেই মুক্তি যুদ্ধের বাণী ! কউ সেই মাতৃ চেতনার লগ্ন?
---------------------------------------------------


০২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।