সাত ভায়রা পাখি
- আশরাফুন নাহার

এই গাঁয়ে সাত ভাই সাত রঙা মন,
সাত কাজে আজেবাজে বিবাদ কারন।
এক ভাই ঢিল ছুঁড়ে অন্য ভাই ভয়ে ধায়,
আরেক ভাই ষোলকলায় দিনক্ষণ গুনে যায়।
লাঠালাঠি লাঠিয়াল আর কে পালোয়ান
সব দেখে দার ঘেঁষে ছোটভাই দারোয়ান।
দোকানে হালখাতা মেঝোটার টাকমাথা তেল ঢালে স্বস্তায়,
পরে যে চতুর সে পুকুরচুরি পুরোপুরি করে সাফ বস্তায়।
বড়টার ভাবসাব যেন সে লাটসাব কথা বলে ধম্কে,
কেলে হাঁড়ি ঠেলে তারি সেজটাও চম্কে।

বৃদ্ধ পিতা আঁটে মনে মনে ফন্দী,
একে একে সবগুলোরে করবে বন্দী।
মেয়ে দেখে পাশের গ্রামে বিয়ে দিবে বড়টার,
দেখতে গিয়ে সাতভাই প্রেমে পড়ে মেয়েটার।
ভাই য়ে ভাইয়ে সংঘাত এক কনে সাতবর,
এই নিয়ে বিপাকে মেয়েবাপ মাতবর।
কনে ভয়ে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় নিরুদ্দেশ,
সাতভাই মিলেমিশে কনেরে খুঁজে দেশ-বিদেশ।
সাতভাই এক সাথে বিধাতার কাছে কয় মনে মনে,
পাখি করে দাও খুঁজি তারে বনে বনে।

সাতভাই পাখি হল উড়ে চলে গাঁ ছেড়ে,
একসাথে থাকে তারা দিনরাত পাখা নেড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।