আমি আর কিইবা বলি?
- মুহাম্মাদ শরিফ হোসাইন

'পথিক ভাই,একটু সময় হবে কি?
এই যে বই,বই,বই,লাগবে কি এক কপি?'

পথ ছাড় ভাই,এমন অনেক দেখেছি!
বইয়ের গল্পে,হাতিয়ে দেয় কারো কারো মনের কুঠি।
আমাদের মন নিয়ে খেলা করে,ক'টাকা পাও বলোতো শুনি?
আমরা নিঃস্ব নই,নিঃস্ব আমাদের বিবেক শেষ অবধি।

'আমি বলিনি,নিবেন কি এক কপি?
আমি আপনাকে স্পর্শকাতর কোন কাহিনী শুনাইনি।
আমি বলেছি প্রয়োজন হলে সাহায্য করতে পারি!'

আমি আগুন্তুক কিইবা বলি?
যার প্রয়োজন,যা প্রয়োজন
তার প্রয়োজনে,অন্য কারো প্রয়োজন আছে কি?

আমি এও বলি,কেও ভিক্ষা চায়নি
কেও করুনা চায়নি।
কেওতো দয়া করে কিছু নিতে বলেনি!
আমি আর কিইবা বলি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।