যার ছায়ায় বেড়ে উঠি
- নাহিদ সরদার
নারকেলের কাঁদি দেখলেই
বাবার কথা মনে পড়ে।
প্রতিদিন নারকেলের কাঁদি
কাঁধে করে বাড়ি ফিরতেন তিনি—
ঘামে ভেজা আমার জন্মদাতা বাপ।
বাবা কখনো লম্বা ছিলেন না,
তবু দুই কাঁধে নারকেলের ভার বওয়া
আমার বাবার ছোট্ট আকৃতিটা
একদিন আমার কাছে বিশাল মনে হলো—
যখন বুঝলাম,
তার ছায়াতেই দাঁড়িয়ে আছে
আমাদের ছোট্ট একখানা বাড়ি।
১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।