আমার বড় দুঃখ হয়
- রফিকুল ইসলাম রফিক
মাঝখানে থাকে যদি অবোধ দেয়াল, মন তোর মিশবে না মনে
হতে হবে জানাজানি বুঝাবুঝি দুইমনে, একমনে নয়
দিতে হবে মনে মন হৃদয়ে হৃদয়
তা না হলে হয়ে যাবে সব ভূয়া সবই অভিনয়
যে জালে আবদ্ধ আজ এ সমাজ আজকের দিন
ফুটফুটে অবয়ব ভেতর মলিন।
প্রগতির মন্চে জীবনের নাট্যশালায়
চলছেরে চলছে শুধু অভিনয়
পালা করে করে মিথ্যার ঢলাঢলি প্রতিযোগিতা
হাতে হাত মিলাযে শত্রুরে বলিস তুই পরাণের বন্ধু, হৃদয়ের মিতা
হায়রে সমাজ আধুনিক প্রগতির দুনিয়া
আমার বড় দুঃখ হয় তোরে দেখিয়া
চোখের দৃষ্টি তোর করলি ধূসর
কলিজার চারিধার আজ তোর কালো দাগে হয়েছে ভরাট
হৃদয় নদীতে তোর পড়েছে চরাট
প্রাণহীন কংক্রীট জমে।নিষ্প্রাণ হৃদয় তোর কথা বলে না
অলঙ্কার পরিহিত দেহ তোর অন্তসারশুন্য
অনুভূতি গ্যাছে হারিয়ে
শুন্য হৃদয় নিয়ে আজ তুই নির্বাক নিশ্চুপ দাঁড়িয়ে
মন্চ ছেড়ে আঁধার ঘরে একা একা কাঁদিস
আমার বড় দুঃখ হয় তোরে দেখিয়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।