মধুর ক্যান্টিনে যাই
- যুবক অনার্য
পোড়ালাশের গন্ধে ভিজে গেছে মাটি ।
রাষ্ট্রযন্ত্রের টহলদার ছায়া
এড়িয়ে কৌশলে
মধুর ক্যান্টিনে যাই
খুঁজে ফিরি ড. মিলন
রউফুন বসুনিয়া।
আমাদের শব্দবন্ধে নিষেধাজ্ঞার
জারি হলো প্রজ্ঞাপন
আমাদের পদচারণায়
পরিপত্র - সীমাবদ্ধতার।
বারুদের শব্দ বেওয়ারিশ -
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী
আইন অমান্য ক'রে
বেয়নেটে বিধ্বস্ত করেছে শহর।
১৪৪ ধারা
ফেলতে হবে ভেঙে
যাত্রা শুরু হবে মধুর ক্যান্টিন থেকে।
পুনরায় তবে কি জন্ম নিয়েছে
আরেকটি ক্ষত বাংলার বুকে!
মধুর ক্যান্টিনে যাই
প্রাগমেটিক আয়োজন
গেরিলা প্রস্তুতি!
আমাদের উত্তর প্রজন্মের এ বদ্বীপজুড়ে
থাকবে কি কেবলি অন্ধকার আর
নিয়ন্ত্রিত কাঁটাতার!
হিশেব মেলাতে হবে আজ।
তাই প্রস্তুতি
গেরিলা আয়োজন।
মঞ্চে উপবিষ্ট ছিলেন একজন তমালিকা
একজন সনাতন
একজন আমি
একজন তুমি
একজন সে
আমরা ছড়িয়ে দিচ্ছি ভাষণ ৭ মার্চের ভঙিমায়-
যেখানেই আছো যারা
মধুর ক্যান্টিনে এসে
গেরিলা প্রস্তুতি হোক
সমোচ্চারিত ভূবনজুড়ে দেখো
তাকিয়ে আছে এ বাংলার লাল ও সবুজ সমারোহ
তাকিয়ে আছে শিশু
যে বস্তুত একজন যিশু
তাকিয়ে আছে নারী
যে বস্তুত নিবেদিতা
এবং আমাদের বিলম্বিত জোছনার পটভুমি
বলি- সে যে-ই হোক
আমি তুমি সে
সময় সাত পাঁকে পড়েছে বাধা
নব্য বেনিয়ার কাছে।
আমি তুমি সে
সময়হীন নূর হোসেন
আর উদবাস্তু ফেরারি গন্তব্য আমাদের
এসব কিছুই যেনো রাজপথে
বিস্তির্ণ আর মুখরিত স্লোগান!
মধুর ক্যান্টিনে যাই
পোড়া লাশের গন্ধে ভিজে গেছে মাটি
অদৃশ্য কাঁটাতার
রাজার সঙ্গে রাজার বায়না নামা
ছিঁড়ে ফেলে এক টুকরো মাটি
মানচিত্রে বুনে যাবো
যে- মাটি পৃথিবীতে চিরদিন বাংলাদেশ।
এখনই সময় -
খড়ের আত্মায় জমানো আগুন
বুকে নিয়ে
বিপন্ন গোলাপ হতে হতে
মধুর ক্যান্টিনে যাই।
২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।