আবক্ষ বিদীর্ণ দীর্ঘশ্বাসে
- মিলন সব্যসাচী

তোমার দেওয়া দুঃখগুলো
উড়িয়ে দিয়েছি দীর্ঘশ্বাসে
কষ্টগুলো সাজিয়ে রেখেছি
ব্যথিত বক্ষের বামপাশে।

হেলাল হাফিজ মুরব্বির মত
কষ্ট ফেরি করে ফিরিনি কখনও
হয় তো তাঁর লাল কষ্ট নীলকষ্ট
এতদিনে সব উঠেছে নিলামে।

সুদূর অতীতে বাসন্তী দিনের দামে কেনা
সবুজ ঘাসের সাদাকষ্ট আমার ছায়াসঙ্গী
সুখের দামে কেনা দুঃখগুলো এই একাকী জীবন।

কোনো এক বিনিদ্র রাতের নিস্তদ্ধ প্রহরে
আবক্ষ বিদীর্ণ দীর্ঘশ্বাসে কিছু কষ্ট
ক্রমাগত উঠে এসেছিলো উপরে
তারপর নিচে নামানোর অদম্য অস্থিরতায়
অনায়াসে ছিঁড়ে গেছে হৃদপিণ্ডের রক্তনালী।

এক রাতে ঘুমের ঘোরে স্বপ্নের রাজে এসে
বললে? ‘তুমি আমার কাঙ্খিত ভবিষ্যত’
পাষাণ পৃথিবী দন্তবিহীন চোয়ালে হেসে উঠলো।


২৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৬-০১-২০২৬ ০১:২৩ মিঃ

চমৎকার, সোন্দর্যময় লেখা