কুচফল
- মোঃ নাসির উদ্দীন

সবুজ পাতার নিবিড় ছায়ায়
লতিয়ে চলে যে লতা,
কুচফল তার অঙ্গে ধরে
বিস্ময়কর সব কথা।

চকচকে লাল, মাথায় কালো
দেখতে সে অতি চমৎকার,
উপকারিতার গুণগানে তার
খোলে যে স্বাস্থ্যের দ্বার।

কণ্ঠ যখন হয় যে রুদ্ধ
কাশি বা কফের টানে,
কুচ লতার রস মুক্তি আনে
প্রকৃতির অমিয় গানে।

চর্মরোগে এর পাতার প্রলেপ
শান্তি বিলায় গায়,
ক্ষত নিরাময়ে দারুণ বন্ধু
জানি আমরা সবাই।

বিষ শোধনেও কুচ বীজের
আদ্যিকাল হতে নাম,
সঠিক মাত্রায় ঔষধ হলে
মেটায় কষ্টের দাম।

ব্যথা-বেদনায় মালিশ দিলে
শরীরে ফেরে যে বল,
বনের ধারে অবহেলায় নয়
এ যে সার্থক কুচফল।


২৬-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০১-২০২৬ ০১:২৬ মিঃ

চমৎকার উপস্থাপন