আকুতি
- রবিউল ইসলাম রাতুল

কেউ কড়া নাড়ে,কেউবা হাত বাড়ায়
যতনা মুছে,মুচকি হাসি
এই নির্বোধ মনের আঙ্গিনায়।
সীমাহীন পথে,প্রহর নির্ঘুম লোকাল বাসে
আহাজারি মাথার ক্রন্দনে
আপসোস আসে,নিশ্বাস-প্রশ্বাসে।
দিগন্তের খোলা ক্যানভাস আর মন
কল্পনায় খেলায় মাতে
আর আঁকে,না হওয়া কিছু আপন।
বাতাসে আসে বিভ্রম,মনকে নিয়ে চলে
চারদিকের সজীবতার ফাঁকে
আর দেহ আঁকড়ে আছে স্মৃতির কোলে।
বোঝাপড়া শেষ,উপেক্ষায় রাখা সব
আর গণনায় দিবারাত্রি
ফির অতীত মারে টান,মনে কলরব।
মিথ্যাকে দেখি সকাল বিকাল সযত্নে
যাতে চিন্তা হয় বিভ্রান্ত
তবে কতকাল রবে এই অযথা মিথ্যে?
সবশেষে কামনা মনে,ভেঙে নীতি
এসে কেউ বসুক পাশে
আর পূর্ণ করুক আমার সব আকুতি।


২৬-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০১-২০২৬ ০১:২৭ মিঃ

মনোমুগ্ধকর রচনা করেছেন।