কাকভেজা প্রেম
- যুবক অনার্য

এই যে শুনছেন আমি আসলে আপনাকেই বলছি
আপনি ছাড়া অন্য কাউকে নয়
হ্যাঁ আপনাকেই
আমার যে আপনাকেই বলতে হবে এমনকি আপনার ফটোকপি হলেও চলবে না
ঠিক আপনার মতন এরকম বৃষ্টি ভেজা লোক
দেখতে কাকের মতন নিরিহ বালক
অথবা নুলো ভিখিরি আর প্রচন্ড প্রেমিক
জ্বি আপনাকেই বলছি
প্রতিবার "ভালোবাসি" বলতে গিয়ে আপনি বলে
ফেলেন -
আপনাকে কী যেনো বলতে চেয়েছিলাম
বিশ্বাস করুন আমি না সত্যিই ভুলে গেছি

হ্যাঁ আপনাকেই বলছি যিনি ভালোবাসার কথা
বলতে ভুলে গেলেও ভালোবাসতে একটুও ভুল করে না


২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।