বন্ধুর মাঝেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বন্ধুর মাঝেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২২-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
বন্ধুর মাঝেই আজ মীরজাফরের রক্ত গোপন,
অথচ এ কবিই তাহারে করিয়াছে অমূল্য রতন!
আজ সে বড় বেশী শত্রু দুশমন বন্ধন ছিন্ন করি,
নগ্ন রাগ ক্রোধে তুলিয়াছে প্রতিশোধের তরবারি।
কবির কলমকে ধরিয়াছে চেপে ফ্যাসিষ্টের মতন,
কণ্ঠরোধে ছড়িয়াছে - স্বৈরতন্ত্র -মবতন্ত্রের শাসন।
হিংসার তরীতে জাহেলী বন্দরে ছুটিয়াছে বন্ধু,
আসুর দোসররে আনিয়াছে ডাকি রক্তের বিন্দু।
বন্ধুর মাঝেই আজ মীরজাফরের রক্ত আনন্দ সদনে,
দিকে দিকে শুত্রুতার চাষাবাদ! তবে কি কারণে?
ক্ষমতার দম্ভে, অর্থলোভে –হিংসা- প্রতিহিংসায়,
বন্ধু আজ হারিয়াছে সত্যের পথ এই নির্মল বসূধায়।
আজ সে চাঁদাবাজ, সন্ত্রাসী এক যুবক- ঘৃণ্য প্রাণ,
সমাজের শত্রু- দুশমন –স্বাধীন মাতৃকার অপমান!!
বন্ধুর মাঝেই আজ মীরজাফরের রক্ত-কীট -পতঙ্গ,
ধিক ধিক এ ঘৃণ্য প্রাণ! ধিক ধিক হে অসুরের সঙ্গ।
---------------------------------------------
২২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।