আয়নার এপাশ-ওপাশ
- ফয়জুল মহী
যাযাবর মন, দেহ আচ্ছাদনে বয়ে বেড়ায় মানুষ
কখনো কখনো চোখ নামক আকাশ মেঘাচ্ছন্ন
হয়ে আষাঢ়ের রূপ ধারণ করে
পথচারী ফিরে দেখে একবার হলেও
কিন্তু না আপন নীড়ের কেউ সহানুভূতিশীল নয়।
একদিন ফুটপাত হতে সস্তায় কিছু স্বপ্ন কিনে
বুক পকেট ভর্তি করে জীবনের পথ চলা
যৌবনদীপ্ত সময়টা পার হলো দৌড়ে দৌড়ে
বৃদ্ধকালে এসে মনে পড়ে তুমি কার।
লাল ওড়ানার ওপাশের লজ্জাবতী যুবতী
হয়তো মা, শাশুড়ী কিংবা শেষ ঠিকানায়
আর যুবক তুমি আজও জীবন সংসারে উদভ্রান্ত প্রেমিক ।
২২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।