বড়ই আতঙ্ক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বড়ই আতঙ্ক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২২-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
বড়ই আতঙ্ক দেখি আমি নব পুস্পের কাননে,
চারিদিকে সাপ বিচ্ছুরা বসত গড়িছে বন্ধনে।

শিয়াল কুকুর হায়েনা হিংস্র জন্তু জানোয়ার,
অশান্ত করিয়া তুলিছে লাল-সবুজের প্রান্তর।
সেই শকুনেরা জ্বলিয়া উঠিছে মিথ্যা সোহাগে,
মনের ভান্ডারে এখনো সেই ভাবধন রাগ-অনুরাগে।

এখনো ফ্যাসিষ্ট তান্ডবে স্বৈরবীর মবতন্ত্রে জাগে,
এখনো ভয় আতঙ্ক ঘেরি আছে, কত ব্যাথা লাগে।
কিশোর গ্যাং গোন্ডারূপে দিতেছে হুঙ্কার প্রকাশে,
শব্দ নেই কোথাও বাংলার আকাশে-বাতাসে!!

প্রতিবাদ করলেই ধেয়ে আসে জেল জুলুম হুলিয়া,
সুশীলের কন্ঠ অবরুদ্ধ হয়ে গেছে মবতন্ত্র দেখিয়া!
মত পথ তন্ত্রে মন্ত্রে আগুনের লেলিহান শিখা জ্বলে,
তুষারের হিমও থেমে গেছে মিথ্যা তন্ত্রের দাবানলে।

ন্যায্য অধিকার এখানে কারারুদ্ধ শাসকের জুলুমে,
বড়ই আতঙ্ক দেখি আমি, পরিবেশটা স্তব্দ থমথমে!!
মোহের টানে সত্যটা ঘুমিয়ে আছে স্বার্থের শিয়রে,
জনে জনে বৈরী আর বৈরী যুদ্ধের দামামা অন্তরে।

বড়ই আতঙ্ক দেখি আমি স্বাধীন মায়ের চোখে মুখে,
ভয়ঙ্কর সফেদ সফেন সমুদ্রের বুকে ডানা মেলে !!
বিপদের সাইরেন বেজে গেছে যাত্রীরা হুশিয়ার !
সম্মুখে পারাজয় ডাকিছে তোমায়- যুদ্ধের সমর।
------------------------------------------


২২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।