শুভ্রাদিকে কমরেড মান্তু
- যুবক অনার্য

এভাবে কীভাবে হয়
হয় কি এভাবে ব্যথার সমুদ্র পাড়ি দিয়ে সংকটে স্নানের ভূবন
হয় না এভাবে মিছিলশোভিত রাজপথ কয়েদি মর্যাদা
কিছু তো ক্ষত চাই ক্ষতি চাই কিছু
প্লাবন হারালে তার সর্বগ্রাসী ক্ষুধা
কীভাবে সর্বনাশ উঠবে জেগে তবে
অস্ত্র হারালে তার তীব্র কামড়
কমরেড মান্তু তবে কীভাবে
পেতে দিবে বুলেটে বুক তার –
আগুনসন্ধ্যা নিয়ে বুকে!
শুভ্রাদি
সেদিন আমাকে বুকের সৌগন্ধ
ঢেলে দিয়ে চেয়েছিলো -আমি যেনো
বনে যাই প্রতারিত প্রেমিক পুরুষ
হরণগন্ধা এ শব্দবন্ধই নাকি
ভীষণ প্রতারণাময়।
শুভ্রাদি,
তোমার বুকের গন্ধে আমি প্রেম নয়
খুঁজতে চেয়েছি চিরদিন
দ্রোহের সৌরভ,
যে দ্রোহ আমাকে নিয়ে যায়
মানচিত্র
মিছিল
আর মানুষেরই কাছে।
এভাবে কীভাবে হবে বলো
গৃহকর্তা নিজ ঘর থেকে নিজেই
করছে ছিন্তাই-
এ উপমা রাষ্ট্রনৈতিক প্রহসন কেবলি নয়!
শুভ্রাদি,
তোমার শরীর ছেনে রাষ্ট্রযন্ত্রের
কুশীলব নপুংশক সন্তের ভূমিকা নিয়ে সাজঘরে রঙিন জলের কথা কয়;
এভাবে হয়না কিছু
দ্রোহ নয় প্রেম নয় প্রতারণা নয়
একদিন সুদাসলে সবকিছু চাইবে ফিরে ফেরারি সময়।


২২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৪-০৬-২০২৫ ০৩:৫২ মিঃ

বেশ চমৎকার উপস্থাপন করেছেন