কনসেন্ট্রেশন ক্যাম্প
- যুবক অনার্য

:আমাকে ফিরে যেতে হবে
-সমস্ত সড়ক জনপদ শেষ হয়ে গেছে

:আমি ফিরে গিয়েছিলাম
- মৃত্যুপুরি থেকে কেউ
ফেরেনি কোনোদিন

:আমাকে জন্ম নিতে হবে
-জন্মমুহূর্তে মরে গেছো তুমি

:আমাকে মরে যেতে হবে
-মরলেও পাপ

:আমাকে জন্ম দিতে হবে
-অচল মুদ্রার মতো তুমি
দন্ডিত অপুরুষ

:আমার কী অপরাধ -জেনে যেতে চাই
-দোরাকাটা গর্জনের মতো
তোমার কবিতাগুলোই
পৃথিবীর সবিচেয়ে বড়ো অপরাধ


২২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।