নাই কোন তফাৎ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নাই কোন তফাৎ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
মানবতা কোথায় জানিস কি তা ভাই,
কে দিবে তার ঠিকানা -ওরে ভাই !

যে যায় ,যে আসে নাই তফাৎ মিল বেশ,
একই তন্ত্র একই মন্ত্র লুট পাট সন্ত্রাস!
ওরে নাই, নাই তার দেশ প্রেমের দিশা,
ফ্যাসিবাদ- স্বৈরতন্ত্র- রাজ্যপতির নিশা।

মাতৃকা নাই আজ প্রেমে আর স্নেহে,
মীরজাফরের রক্ত কণা দেহে আর দেহে!!
এ লজ্জা, এ লজ্জা স্বাধীন মায়ের বুকে !
এ সজ্জা, এ সজ্জা কেমনে রাখবে সুখে?

যে যায় ,যে আসে নাই তফাৎ মসনদে
ক্ষমতার তরঙ্গে নিত্য নতুন রঙে আহলাদে।
রাগ ক্রোধ হিংসার গানে গর্জে উঠে আজি
ভয়ানক সামাজিক দ্বন্দ্বের নিষ্ঠুর ডঙ্কা বাজি!!

গন্ড মূর্খ্ মাতৃকার বুক দখল নিতে চায়,
মব তন্ত্রের আনন্দে স্বৈরতন্ত্রের অভিপ্রায়।
ওরে নাই কোন তফাৎক্ষমতার আদি-অন্ত,
মুক্তির স্বপ্ন এখানে পরাজিত বিপুল অশান্ত।

---------------------------------


২৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।