নির্বোধ চর্চা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নির্বোধ চর্চা
------------------------------
যদি বলো আমারে পাগল ভালবেসে,
তোমারে সাদরে জানাবো অভিবাদন হরষে!

স্বপ্ন জয়ের অভিলাসে নবযৌবনের মুকুলে,
প্রচেষ্টাকে আলিঙ্গন করেছি প্রেমের ছলে ছলে।
এ যদি হয় ঘৃন্য তবু আমি করে যাবো পাগলামি,
আমি হবো স্বপ্ন জয়ের দিপালী এ জগৎভূমি !!

এতে তোমার ক্ষতি কি হে মহাবীর!
আমি মানবতার পাগল,আমি প্রেমিক এ মাতৃকার!
আমি নই কোন চাঁদাবাজ সন্ত্রাস দেশদ্রোহীদের দোসর,
আমি লাল-সবুজের চেতনা,আমি উত্তরসূরী লক্ষশহীদের!

আমি পাগল এতে তোমার ক্ষতি কি হে প্রিয় জন?
আমি প্রতিবাদী, আমি কবি, আমি অসুরের হুঙ্কার,
আমি সমাজের দর্প্ণ!আমি মানবতার পাগল এ সংসার!
এতে তোমার ক্ষতি কি!

যদি বলো আমারে পাগল ভালবেসে,
আমি আরো তীব্রবেগে ছুটে যাবো হিমালয়ের শুভ্রকাশে!
তোমার এই নির্বোধ চর্চা আমি পরোয়া করি না,
আমি মানবতার পাগল হতে চাই,আর কিছু বুঝিনা।

হে বন্ধু, হে প্রিয়জন- তুমি পাগল বলো বলেই আজ আমি,
তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি স্বপ্নের দিপালী মানি।
তোমার এই নির্বোধ চর্চা বীরের মতো শক্তি সঞ্চারে,
কুসুমের গন্ধ হয়ে ভাসে মায়ের বক্ষে অনিষ্ট সব ছেড়ে।

------------------------------------------------


২৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।