নিলাজ প্রেমের পদ্য
- যুবক অনার্য
১.
কখনো চেনা পথে দেখা হয়ে গেলে
না চেনার ভাণ করে
এড়িয়ে যাবার অধিকার তোমাকে দিলাম
২.
যে-কোনো পুরুষই পরের বউয়ের কাছে সুখকর
শুধু নিজের বউয়ের কাছেই সুখহীন অসুখ
৩.
পার্বতীকে পেলে দেবদাস হওয়া যায় না
দেবদাস হলে পার্বতী প্রেম হয়ে থেকে যায়-বধু হয় না
৪.
সব পুরুষের চোখ খারাপ
কারো চশমা থাকে কারো থাকে না
যে পুরুষের চোখ ভালো সে পুরুষ নয়
৫.
এক আকাশে দুইটি চাঁদের মেলা
এক যমুনায় একটি সাপের খেলা
মেলা থেকে খেলায় এলেই
ফুরিয়ে যায় বেলা
২৪-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।