সত্যিকার বিপ্লবী চাই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সত্যিকার বিপ্লবী চাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
যা চেয়েছি, তা কি পেয়েছি বিপ্লবের পর?
বিপ্লবীর কথা ছিল নব উষা জাগবে বঙ্গ তর!

বিপ্লব জিতেছে আদর্শ্ হেরেছে বিপ্লবীর প্রাণ,
বিশ্ব দেখেছে কতটা পথহারা মায়ের সন্তান!
দিকে দিকে সুবিধা ভোগীদের এক অঙ্কুরিত বীজ
মবতন্ত্রে মুক্তির বুক চেপে ধরেছে দুষ্ট মহারাজ!!

যা চেয়েছি, তা কি পেয়েছি স্বাধীন বাংলার সমাজে?
বিবেক সুশীলের কাছে প্রশ্ন নিরপেক্ষতার আওয়াজে!
সন্ত্রাসী চাঁদাবাজের রাঙা চোখ ঘিরে আছে মা’কে,
কণ্ঠনালী চেপে ধরেছে বিপ্লবের বিপ্লবী দিবালোকে।

তারুণ্যের শক্তি হারিয়েছে শিষ্টাচার- নম্রতা- ভদ্রতা,
মুক্তি কোথায়? কোথাও কি থেমেছে ক্ষমতার উগ্রতা?
যা চেয়েছি, তা কি পেয়েছি বিপ্লবের রক্ত মাখা চাঁদরে!
এখনো সেই ফ্যাসিষ্টের চিহ্নগুলো দেখি মায়ের শরীরে।

সামাজিক বন্ধনগুলো খসে যাচ্চে এঁকে এঁকে—
বৈষম্যহীনতার আড়ালে বৈষম্যের ডাক শুনি ঘূর্ণিপাকে!
গণতন্ত্র এখনো অবরুদ্ধ সেই পুরানো ধাচে উর্ব্র মাটি,
আজ শুধু অঙ্কুরিত মীর জাফরের বীজ বড় পরিপাটি!!

যা চেয়েছি, তা কি পেয়েছি তারুণ্যের বিশাল চেতনা ?
বিপ্লবী হারিয়েছে পথ দেশদ্রোহী মন্ত্রের আনাগোনা।
সত্যিকার বিপ্লবী চাই যে কিনা স্বীকৃতি দিবে স্বাধীন মাতা,
স্বৈরতন্ত্র- মবতন্ত্র- ফ্যাসিবাদমন্ত্রে গড়িবে না কোন ঐক্যতা।
----------------------------------------------


২৪-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০৬-২০২৫ ০২:৪৯ মিঃ

চমৎকার সুন্দর কাব্যশৈলী।
মুগ্ধতা রেখে গেলাম কবি।

মোঃ আমিনুল এহছান মোল্লা
২৫-০৬-২০২৫ ০৯:০৯ মিঃ

অফুরান ধন্যবাদ হে সুধীজন!!