অনন্ত ৈচত্রের প্লাটফর্ম
- যুবক অনার্য
মাননীয়
আপনি আর আপনার চারপাশে
যারা বসে আছে লৌকিক ভঙিমায়
সারাটা পর্বে কাটিয়ে দিলেন
বসন্তের করিডোরে- রৌদ্র কাঁপানো শার্সিতে
শুধু নৃত্যের উল্লাস
আমাদের কোনো নাচঘর নেই
সংক্ষিপ্ত আর বেঢপ কপালটা নিয়ে
উলঙ্গ হয়ে হাঁটতে হয় আঁতুড় যন্ত্রণা থেকে
রাজপথে- মিছিলের ভিড়ে
বেলা শেষে কাঙ্ক্ষিত খতিয়ান উল্টে যাই- দেখি-
নিয়ন্ত্রিত জনস্রোত কতিপয় স্বার্থান্বেষীর পরিকল্পিত প্রটোকল
আশ্বাসের চাদরে আবৃত পিকেটিং
প্রতিবাদ বা বিপ্লবের মহড়াও নয়
আমারই বিরুদ্ধে এক ঝাঁঝালো নাটক
বস্তুত আমাদের উদ্দেশে কোনো মিছিল নেই
আমাদের উদ্দেশে কোনো প্লাটফর্ম নেই
গণিতের সূত্র সেঁচে নয়
জীবন খরচ করে জেনে গেছি
ধর্মেরও গন্তব্য আছে- ক্ষমতা কিংবা ঈশ্বর
আমাদের কোনো গন্তব্য নেই
অনন্ত চৈত্রের খরায় আমরা আজন্ম মহামারি শুধু
২৪-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।